Site icon Daily Dhaka Press

শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম ব্যুরো: এনায়েত বাজার ওয়ার্ডে বসবাসরত অসহায় ও শীতার্ত পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ২০ জানুয়ারি রাত ৮ ঘটিকায় এনায়েত বাজার গোয়াল পাড়া আনসারি ম্যানসন মাঠে এনায়েত বাজার আওয়ামী লীগ , যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ,ছাত্রলীগ এর যৌথ উদ্দ্যেগে সাবেক মহানগর ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ অনুস্টানে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি – ৯ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।

এতে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিম উল্লাহ বাচ্চু, সাবেক যুবনেতা রিটু দাশ বাবলু, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো: ইসমাইল মনু,আলহাজ্ব হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক বিপু ঘোষ বিলু, সাংগঠনিক সম্পাদক সারওয়ার জাহান সারু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো:সাহাব উদ্দীন, ধর্ম সম্পাদক মো: সৈয়দুল হক,বন ও পরিবেশ সম্পাদক মো: রফিকুল ইসলাম খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক সবুজ কান্তি দে, মহিলা বিষয়ক সম্পাদক রুমা দাশ, শিক্ষা – বিষয়ক সম্পাদক মো:রফিক  প্রমুখ।

এ সময় প্রধান অতিথি শিক্ষা মন্রি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি বলেন- আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে। দেশের মানুষের যে কোনো দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে। এখন শীত মৌসুম চলছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, শুধু দুর্যোগে নয়, মানুষের জীবনমান উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করনের জন্য নিরলসভাবে কাজ করছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যার যার ধর্ম অনুসারে প্রার্থনা ও দোয়া করবেন যাতে তিনি সবসময় একইভাবে আমাদের সকলের পাশে ছায়া হয়ে থাকতে পারেন এবং জাতি,ধর্ম,বর্ণ সব ভেদাভেদ ভুলে গিয়ে শীতার্ত ও অসহায় মানুষের পাশে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Exit mobile version