Site icon Daily Dhaka Press

বগুড়া সদরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত!

এম,এ রাশেদ :  বগুড়ার সদরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান (২৪) নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-রংপুর দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচকে এই ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মো. আতাউরের ছেলে৷ তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান। তিনি বলেন, ছাত্রলীগ কর্মী মেহেদী সবগ্রাম এলাকা থেকে মাটিডালির দিকে যাচ্ছিলেন।

মানিকচক এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটি চাপা দিলে মেহেদী মহাসড়কে ছিটকে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান আরও বলেন, মেহেদীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক পিকআপ শনাক্তে চেষ্টা চলছে।।

Exit mobile version