Site icon Daily Dhaka Press

দুর্গাপুরে নবনির্বাচিত এমপির সংবর্ধনা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারাকে সংবর্ধনা দেওয়া হয়।

(২২ জানুয়ারি) সোমবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এদিকে, হতদরিদ্র দুস্থ্য অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আখতার, সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মান্নান ফিরোজ সহ প্রমূখ।

Exit mobile version