কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে৷ এঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক কলেজ ছাত্র। তবে নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত তরুণী ও আহত যুবক বাইক ট্যুরে বের হয়েছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে ওই তরুণী প্রাণ হারান। প্রাথমিকভাবে আহত যুবক কক্সবাজার সদরের ঝিলংজা ইসলামাবাদ এলাকার বাসিন্দা শহিদুল আমিন (তানিব) বলে জানা গেছে । তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
টেকনাফ বাহারছড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান , আহত যুবক কথা বলতে পারছে না। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আনুমানিক ২০-২২ বছরের তরুণী বলে ধারণা করা হচ্ছে। তবে তার বিস্তারিত তথ্য পরিচয় এখনো পাওয়া যায়নি।