প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৪, ৭:১১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হারুয়া স্পোর্টিং ক্লাব

রাজিবুল হক সিদ্দিকী কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসে আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ আওতায় অনূর্ধ্ব ১৫ বালকদের একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে।
ফাইনাল খেলায় কিশোরগঞ্জ ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হারুয়া স্পোর্টিং ক্লাব। সোমবার(২২ জানুয়াারী) কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সারাদিন ব্যাপী একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।
৪টি ক্লাব /একাডেমির মোট ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণে করে ফাইনাল খেলায় ট্র্যাই ব্যাকারে ০১ -০৩ গোলে হারুয়া স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ট্রফি, মেডেল বিতরণ করেন কিশোরগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল্লাহ, সহকারী পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, কিশোরগঞ্জ, মোঃ হবিবুর রহমান সজল, সহ সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশন, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নূরে এলাহী, জেলা ক্রীড়া অফিসার।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.