Site icon Daily Dhaka Press

গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ৩০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জনই ঢাকার।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত করোনা সন্দেহে ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি চাঁদপুরের বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত করোনায় চারজনের মৃত্যু হলো।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৭৮৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮১ জন মারা গেছেন।

এরই মধ্যে বাংলাদেশে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন জেএন.১–তে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দ্রুত ছড়ানোর কারণে জেএন.১–কে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে হাসপাতাল কিংবা চিকিৎসাকেন্দ্রে গেলে যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। এর তিন বছর পর গত বছরের মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Exit mobile version