বিনোদন ডেস্ক : বসুন্ধরা সিনেপ্লেক্স এর ছবি দেখতে আসা দর্শকদের ভিড় দেখে সন্তুষ্টি প্রকাশ করেন চিত্রনায়ক ডিএ তায়েব এমন সামাজিক সিনেমা প্রত্যাশা করেন দর্শকরাও।
জীবনের নানা বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে 'কাগজের বউ' । চিত্রনায়ক ডিএ তায়েব ,ইমন ,সুমন ও চিত্রনায়িকা পরিমনি, আনহা তামান্নাসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর অভিনয়ে সামাজিক এই সিনেমাটি হয়ে উঠেছে হৃদয়গ্রাহী ।
তাই সিনেমাটি দেখতে সপরিবারে হলে ভিড় জমাচ্ছেন দর্শকরা ।স্বজনকে পাশে নিয়ে উপভোগ করছেন 'কাগজের বউ' চলচ্চিত্রটি ।
শুক্রবার সিনেমাটি মুক্তির পর উল্লসিত দর্শকরা বলছেন তারা এমন পরিশিলীত গল্পের সিনেমাই দেখতে চান। দর্শকদের হলমুখী করতে ‘কাগজের বউ’ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা ।
যারা নবদম্পতি, যারা নতুন জীবন শুরু করবেন তাদের জন্য এই সিনেমাটি অনেক শিক্ষনীয়, বললেন একজন নারী দর্শক। এমন ভিড় দেখে খুশী অভিনয় শিল্পিরাও।
দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা। এ প্রসঙ্গে চিত্রনায়ক ডিএ তায়েব বলেন, ” প্রত্যেকটা সংসারে স্বামী -স্ত্রীর সকলেরই ধৈর্য্য ধরতে হয়। আমরা সংসারটা ভেঙ্গে ফেলতে পারি, কিন্তু ভেঙ্গে না ফেলে এটাকে ধরে রাখা উচিৎ যেটা এ গল্পের হিরো দেখিয়েছে” ।
অভিনেত্রী আনহা তানহা তার মতামত জানালেন, “ লেডি ডিরেক্টর, লেডি প্রডিউসার , এটার ফিলিংসই অন্যরকম। চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন বলেন, ডিএ তায়েবকে যে তারা কতটা ভালবাসে এটার নিদর্শণ আমি দেখতে পেরেছি ।
সে জন্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের এই সিনেমাটা দেখা উচিত যেটা সত্যি আমাদের আগামী প্রজন্মের জন্য শিক্ষণীয়।
ঈদের সময় ছাড়া অন্য সপ্তাহগুলোতে দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও এ সপ্তাহে তিনটি সিনেমা মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন শিল্পীরা।
এ প্রসঙ্গে চলচ্চিত্র অভিনেতা নাসির উদ্দিন সুমন আক্ষেপের সুরে বলেন, ”একটি সপ্তাহে তিনটি সিনেমা রিলিজ দেয়া হলো, এতে আমাদের প্রডিউসার প্রচুর পরিমানে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
” ডিএ তায়েব আরো বলেন, নিয়ম ভাঙ্গার নিয়ম হতে পারেনা কখনো, এটার একটা সলিউশন হওয়া উচিৎ।
দর্শকরা মনে করেন এমন গল্পের সিনেমা সমাজে শিক্ষণীয় , তাই সবারই উচিৎ “কাগজের বউ সিনেমাটি দেখা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.