Site icon Daily Dhaka Press

ধুনটে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

এম,এ রাশেদ :  বগুড়ার ধুনটে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  গত সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান (৬০) ওই গ্রামের মজিবর মণ্ডলের ছেলে ও খোকন মণ্ডলের বাবা। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে জমিজমা বিক্রি করে ছেলে খোকন মণ্ডলকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন বাবা আব্দুল মান্নান। দীর্ঘদিন মালয়েশিয়ায় থেকে ঋনসহ সংসারের নানা চাহিদা পূরন করতে ব্যর্থ হয় খোকন মণ্ডল।

গত এক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। অভাবের সংসারে এ নিয়ে নানা সময় বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে খোকন মন্ডল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ্যতার কারনে তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছে অনেক বার। ঘটনার দিন সোমবার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়।

একপর্যায়ে খোকন মণ্ডল লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। তৎক্ষনাৎ প্রতিবেশীরা আব্দুল মান্নানকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মান্নানের চাচাতো ভাই শাহিন মণ্ডল জানান, তার ভাতিজা খোকন মণ্ডল বিদেশে গিয়ে অসুস্থ হওয়ায় দেশে আনা হয়। এরপর অনেক চিকিৎসা করানোর পরেও মানসিক অসুস্থ্যতার কোন উন্নতি হয়নি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান জানান, পারিবারিক কারণে ছেলে খোকন মণ্ডলের লাঠির আঘাতে তার বাবা আব্দুল মান্নান মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। খোকন মণ্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Exit mobile version