চট্টগ্রাম ব্যুরো: পটিয়া ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের উদ্যোগে অল নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ২২ জানুয়ারি সোমবার রাতে পৌর সভার ৬ নং ওয়ার্ডে ১ম বার অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ৩২টি দল অংশ গ্রহণ করে। সোমবার ফাইনাল খেলায় মুখোমুখি হন শাহ চান্দ স্পোর্টিং ক্লাব বনাম আইয়ুব আলী স্পোর্টিং ক্লাব।
উক্ত খেলায় নিদিষ্ট টাইম পেরিয়ে গেলে টাইবেকারে ১০-৯ গোলে আয়ুব আলী সৃতি স্পোটিং ক্লাবকে পরাজিত করে শাহ চান্দ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি. এম জমির উদ্দিন। মো: সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল্লাহ বাচা, পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, যুবলীগ নেতা নুরুল ইসলাম, মীর আবদুল আউয়াল, মো. বাবুল আবু তৈয়ব মো. বাছেক, মো : মফিজ মো: খালেক মাহবুব আলম, আশেক উল্লাহ, মো. ইমরান প্রমুখ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.