Site icon Daily Dhaka Press

খাগড়াছড়িতে অবৈধ অস্ত্রসহ আটক এক যুবক

রায়হান আহমেদ,খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানার পুলিশ। এসময় তার কাছে ২টি সাদা রংয়ের কার্তুজ ও একটি চাঁদা আদায়ের রশিদ বইও উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী সোনামনি বৈষ্ণব ত্রিপুরা(৩৯)।

সে ভাইবোনছড়া ইউপির ২নং প্রকল্প গাছবান এলাকার মৃত নির্মল দাস বৈষ্ণব ত্রিপুরার ছেলে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকার ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান ২নং প্রকল্প এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী করার সময় তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন অস্ত্র নিয়ে চাঁদাবাজি করার সময় একজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে ২ রাউন্ড কার্তুজ এবং চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।’
পুলিশ সুপার আরও বলেন, ‘জেলার শান্তি সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version