চট্টগ্রাম ব্যুরো : ডাঃ ফাতেমা -তুজ- জোহরা অবেহেলার কারণে বাচ্চাটির মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ
চন্দনাইশ দোহাজারি গ্রীন হাসপাতালের চিকিৎসক ফাতেমা তুজ জোহরা বিরুদ্ধে ভুক্ত ভুগি রোগী ও রোগীর পরিবারের অভিযোগ।
জানা যায় ১৫ জানুয়ারি সকাল ১২.৩০ মিনিটে সেতারা নামে এক গর্ভবতী মহিলা ভর্তি হয় তখন চিকিৎসক রোগীকে দেখে বলেন বাচ্চা ও মা দুই জন সুস্থ আছে হঠাৎ সন্ধ্যার সময় রুগীর খারাপ লাগছে বললেও অনেক ডাকা ডাকির পর চিকিৎসক ফাতেমা তুজ জোহরা আসেননি তিনি রোগী দেখতে আসেন রাত ৮ টায়।
বাচ্চার পিতা মিজানুর রহমান ও তার চাচা মাহফুজসহ পরিবারের অভিযোগ চিকিৎসক ফাতেমা তুজ জোহরার অবেহেলার কারণে বাচ্চাটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফাতেমা তুজ জোহরা বলেন প্রতি ৫ মিনিট পর পর কি রোগী দেখা যায় আমি শুধু ওই রোগী দেখলে অন্য রোগী কেমনে দেখবো ওই রকম বক্তব্য দেয় সাংবাদিকদের।
গ্রীন হাসপাতালের চেয়ারম্যান সোলাইমানকে রাত ১১.২৭ থেকে বার বার কল এ যোগাযোগ করতে চাইলে তিনি কল ধরেননি।