চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের উন্নয়নে নাগরিক সমাজের সহায়তা চেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
গতকাল ২৩ জানুয়ারি মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির ৩য় সভায় মেয়র রেজাউল নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময়কালে এ সহায়তা চান।
সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তবে, নাগরিক সমাজের সহায়তা পেলে আমার চেষ্টা সাফল্যমন্ডিত হবে।
চট্টগ্রামে অবৈধভাবে ফুটপাথ দখল এখন বড় সমস্যা। আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান করছি তবে উদ্ধার হওয়া স্থান দখলে রাখার মতো লোকবল না থাকায় আবারও উদ্ধারকৃত জায়গা পুনর্দখল হয়ে যাচ্ছে।
“আগ্রাবাদে উচ্ছেদ অভিযান চালিয়েছি। কিন্তু ২ মাস পর আবারও আগের পরিস্থিতি তৈরি হয়েছে। নিউ মার্কেট, এক্সেস রোডে বাজার বসে গেছে। আমি পুলিশের সাথে সভা করেছি।
ফুটপাত ও খাল পুনরুদ্ধার এবং ব্যাটারি রিকশা বন্ধে আমরা আবারও বড় অভিযানে যাব। স্বাভাবিকভাবেই এগুলো ঠেকাতে এক শ্রেণীর সুবিধাভোগী মিছিল-মিটিং করবে।
তবে, যদি গণমাধ্যম প্রচারের মাধ্যমে জনসচেতনতা তৈরি করে এবং নাগরিক সমাজ আমাকে সহায়তা দেয় তাহলে অবশ্যই সফল হব।”
সভায় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, বর্ষাকালে নগরী থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার প্রাকৃতিক ড্র্যানেজ সিস্টেম নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতা ঠেকাতে হলে দ্রæত সময়ে চট্টগ্রামের পানি অপসারিত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
সভায় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, আফরোজা কালাম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদসহ চসিকের বিভাগীয় প্রধানবৃন্দ, কাউন্সিলর হাজী নুরুল হক, জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, এম আশরাফুল আলম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কলামিস্ট মাসুম চৌধুরী, ক্যাবের সাধারণ সম্পাদক ইকবাল বাহার, জাইকার প্রতিনিধি ব্রজ কিশোর ত্রিপুরাসহ সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.