ইবি প্রতিনিধি: নতুন লাইনে বিদ্যুৎ সংযোগ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ৮ ঘন্টা করে বিদ্যুৎ বিহীন থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানানো হয়।
এতে বলা হয়, এতদ্বারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করার জন্য আগামী ২৫ ও ২৬ তারিখ রোজ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উক্ত সময়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ.কে.এম. শরীফ উদ্দীন জানান, বিশ্ববিদ্যালয়ের আই.আই.ই.আর ভবনের পেছনে এবং ডরমেটরির পাশে নবনির্মিত দুইটি সাব স্টেশনে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ দেওয়ার কারণে মুল সংযোগ থেকে লাইন বিচ্ছিন্ন থাকবে।
এর ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা, ডরমিটরি, প্রশাসন ভবন, মেডিকেল ভবন, বিজ্ঞান ভবন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন বিদ্যুৎ বিচ্ছিন থাকবে। তবে আবাসিক হলসমূহে আংশিকভাবে বিদ্যুৎ সংযোগ থাকতে পারে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.