প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে র্যাবের এক অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে র্যাব-১৪ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো কিশোরগঞ্জ সদর উপরেজলা হারুয়া ক্লাসিক গলির মৃত আবু তাহের উরফে মাইক তাহেরের পুত্র তকবীর উদ্দিন রকিব (৩১) ও একই এলাকার ইলিয়াস মিয়ার পুত্র তাজবীর রায়হান বিপ্লব (২৪)। র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির জানান, এজাহার নামীয় আসামী তাকবীর উদ্দিন রকিব হোসেনপুর উপজেলার নান্দানিয়া এলাকায় পালিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
তার দেয়া তথ্য মতে কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া ক্লাসিক গলির তাজবীর রায়হান বিপ্লবের বাসায় অভিযান পরিচালনা করে ৮টি রামদা, ১টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল ও ১টি লোহার চেইনসহ বিপ্লবকে আটক করে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.