Site icon Daily Dhaka Press

সরাইলে বিজ্ঞান মেলার উদ্বোধন

মো: রুবেল মিয়া:  “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।এ মেলার শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সদস্য নির্বাচিত এমপি আলহাজ্ব মঈন উদ্দিন ।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন । এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ।

এছাড়াও সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহামেদুল কামাল, অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদ খালিদ জামিল খান।সভা শেষে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন প্রধান অতিথি এমপি আলহাজ্ব মঈন উদ্দিন।

Exit mobile version