ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রিসার্চ কার্যক্রম পরিচালনা বিষয়ে এ চুক্তি সম্পাদিত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনফারেন্স রুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সেন্টার অন বাজেট এন্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে সমঝোতা স্মারক চুক্তিতে সাক্ষর করেন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী। সেন্টার অন বাজেট এন্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.কাজী মারুফুল ইসলাম।
অনুষ্ঠানে দুপক্ষই আশা প্রকাশ করেন,মানসম্মত ও তথ্যসমৃদ্ধ গবেষণা পরিচালনা করার জন্য একে অপরকে সহযোগিতা করবে এবং গবেষণার মাধ্যমে প্রাপ্ত মতামত বা সুপারিশের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাবে। সেন্টার অন বাজেট এন্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.