এম, এ রাশেদ : বগুড়ার শেরপুরে বিভিন্ন অপরাধে জরিতের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের জেল হাজরে প্রেরণ করে।
এর আগে সোমবার রাত থেকে শুরু করে মঙ্গরবার ভোর পর্যন্ত উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে বলেন, বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে ওই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিয়োগে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মঙ্গলবার বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.