Site icon Daily Dhaka Press

সায়েম আহমদ সিলেট চেম্বারের পরিচালক নির্বাচিত

সিলেট অফিস: ‘সিলেট নগরীর প্রবেশদ্বার’ খ্যাত বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক পরিচালক হুমায়ূন আহমদের ছোট ভাই তরুণ ব্যবসায়ী মোঃ সায়েম আহমদ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক হিসেবে মোঃ সায়েম আহমদ নির্বাচিত হওয়ায় বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সাধারণ সম্পাদক হোসেন মিনহাজ, ব্যবসায়ী, ফয়জুর রহমান, আকবর হোসেন মুক্তা, দেবাশীষ হাজরা, এম.এ সালাম, আব্দুল হামিদ, নুর মিয়া, সাইদুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৪-২০২৬ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২০ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল, কিন্তু পরিচালনা পরিষদের পদসংখ্যা এবং পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ার ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।

উল্লেখ্য যে, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ইং পর্যন্ত অর্ডিনারী শ্রেণীতে ১৩টি, এসোসিয়েট শ্রেণীতে ৭টি, ট্রেড গ্রুপ শ্রেণীতে ৩টি এবং টাউন এসোসিয়েশন শ্রেণীতে ২টি মনোনয়নপত্র সহ সর্বমোট ২৫টি মনোনয়ন পত্র জমা পড়ে।

কিন্তু পরবর্তীতে অর্ডিনারী শ্রেণী থেকে একজন এবং এসোসিয়েট শ্রেণী থেকে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় পরিচালনা পরিষদের পদসংখ্যা এবং প্রার্থীর সংখ্যা সমান হয়ে যায়, তাই নির্বাচন বোর্ড বাকী প্রার্থীগণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

Exit mobile version