সিলেট অফিস : সিলেটের অসহায় এবং সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি মঙ্গলবার গভীর রাতে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম।
দিবাগত রাত ১১টার দিকে তিনি এসএমপির কর্মকর্তাদের নিয়ে চৌহাট্টা পয়েন্ট, হজরত শাহজালাল র. মাজার এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় তার সাথে উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, এসএমপির মুখপাত্র এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. জায়েদ হাসান, কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.