চট্টগ্রাম ব্যুরো: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় জোনাল কমিটির ২০২৪ এর নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা গতকাল ২৪ জানুয়ারি সন্ধায় নগরের তাসফিয়া গার্ডেন রেস্টুরেন্ট সিআরবিতে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত করেন কমিটির সভাপতি মোঃ আবদুর রহমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাজু ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর, ইব্রাহিম হাসান, মোঃ জমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কৃষ্ণ শীল, মোঃ লোকমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রোমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা সুমি বেগম, প্রচার সম্পাদক মোঃ নুর নবী, শিক্ষা বিষয়ক সম্পাদক এ জেড এম শহীদুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার।
সভায় বক্তারা বলেন, বিশ্বের বহু দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ক্ষমতাধর রাষ্ট্র সমূহ নানাভাবে অযৌক্তিকভাবে ক্ষমতা প্রভাবিত করছে। সকল মানবিক মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে মানবাধিকার প্রতিষ্ঠায়।
এতে সংগঠনের নতুন কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে সংস্থার প্রদত্ত শুভেচ্ছা পত্রসহ আইডি কার্ড বুঝে নেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত থেকে।
পরবর্তীতে কমিটির সকল সদস্যবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানান।