Site icon Daily Dhaka Press

সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ আয়োজন

স্টাফ রিপোর্টার:
বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রইশুল আলম ময়না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন আলহাজ্ব মো. সাহাব উদ্দিন মোল্লা।

এছাড়া আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ইংরেজি ভার্ষন) শামিম শামা, সহকারী প্রধান শিক্ষক (বাংলা ভার্ষন) মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের বিষয়ে আলোকপাত করেন। অভিভাবকদের সংগে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষকগণ ছাত্রীদের খুব আন্তরিকভাবে পাঠদান করেন।

পাশাপাশি অত্যন্ত মমতা ও ভালোবাসা দিয়ে ছাত্রীদের দেখাশোনা করেন। ছাত্রীদের মুখেও বিদ্যালয় এবং বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

Exit mobile version