Site icon Daily Dhaka Press

সরাইলে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ৫০,০০০ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:  সরাইলে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০০০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানসমূহ ধ্বংস করা হয়।

গতকাল বুধবার (২৪ জানুয়ারি) সরাইল থানাধীন কালিকচ্ছ ইউনিয়নের চানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট নাছরিন সুলতানা।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট নাছরিন সুলতানা বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে ড্রেজিং এর মাধ্যমে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০০০০ টাকা জরিমান করা হয়েছে ও পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানসমূহ ধ্বংস করা হয়েছে।

Exit mobile version