Site icon Daily Dhaka Press

মঠবাড়িয়ায় ভূমি অফিসের জমি  থেকে অবৈধ স্থাপনা  উচ্ছেদ

নজরুল ইসলাম মামুন , মঠবাড়িয়া (পিরোজপুর)  প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন ও বালুর মাঠের পাশের ২৬,টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর নেতৃত্বে ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে সময় থেকে এ উচ্ছেদ কর্যক্রম শুরু হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম, বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়াসহ উপজেলা প্রশাসন ও পৌর সভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী সেলিম মিয়া ও মো. হারুণ হাওলাদার বলেন, কোন প্রকার নেটিশ ছাড়াই আমাদের উচ্ছেদ করা হয়েছে। এসময়  হারুণ হাওলাদার  বলেন, মৌখিক ভাবে আমাদের সরে যেতে বলেছিলেন দীর্ঘদিন ধরে । হঠাৎ এ উচ্ছেদে আমাদের অনেকটা ক্ষতি হয়েছে।

বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়া বলেন, আমারা ব্যবসায়ীদের স্বার্থে ৮ দিনের সময় চেয়েছিলাম। প্রশাসনে সময় না দিয়ে উচ্ছেদ করায় ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। তবে তিনি বহুমূখী মার্কেটটি (ফিস মার্কেট) দ্রুত খুলে দেয়ার দাবী জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, গত দুই বছর ধরে অবৈধ দখলদারদের দফায়-দফায় দোকান সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। সর্বশেষ ২০ জানুয়ারী শনিবার তাদেরকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। দোকান মালিক বা ব্যবসায়ীরা কোন কর্ণপাত না করায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী শনিবার পর্যন্ত এই  উচ্ছেদ  কার্যক্রম অব্যাহত থাকবে।  ও  অচিরেই অবৈধ খাল দখলদারীদের বিরুদ্ধের ব্যবস্থা নেয়া হবে ।

Exit mobile version