Site icon Daily Dhaka Press

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯১ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

টসের মূহুর্ত

ক্রীড়াঙ্গন ডেস্ক, ঢাকা : দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আরিফুলের সেঞ্চুরিতে ভর করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্লুমফন্টেইনে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটির পর  বড় ইনিংস করতে পারছিলেন না কেউ। শেষমেশ তা আসলো আরিফুল ইসলামের হাত ধরে। তরুণ এই অলরাউন্ডার ঝোড়ো এক ইনিংসে তুলে নিলেন সেঞ্চুরি। ভারতের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই আইরিশদের হারিয়ে ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের।

Exit mobile version