Site icon Daily Dhaka Press

জাবি ছাত্রলীগের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: শেখ ইনান

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সাথে সাক্ষাৎকালে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিক্ষুব্ধ অনুসারীরা

রাজিব রায়হান,জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে অবাঞ্ছিত করার ঘটনায় উদ্ভুত পরিস্থিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

২৬ জানুয়ারী (শুক্রবার) জাবি ছাত্রলীগের এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ কি ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি অবগত আছি। এ ঘটনায় ব্যবস্থা নিতে একটু সময় প্রয়োজন। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এদিন সন্ধ্যায় শেখ ইনান এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। তাদের একজন জানান, আজকে ৬টি হলের পক্ষ থেকে আমরা ৮ জন প্রতিনিধি ইনান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। এসময় তিনি মনোযোগের সাথে আমাদের শুনেছেন। তিনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আশ্বস্ত করেছেন।

এর আগে, গত ২৩ জানুয়ারি  জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে অবাঞ্চিত ঘোষণা করে তার অনুসারীরা।

Exit mobile version