নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সরকারী দলের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে দলটির নেতা–কর্মীরা আসতে শুরু করেছেন। আজ শনিবার বেলা তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বেলা সোয়া দুইটার দিকে দেখা যায়, সমাবেশের সামনে কিছু নারী কর্মী বসেছেন। বিভিন্ন পর্যায়ের নেতারা আসতে শুরু করেছেন। ছোট ছোট মিছিল নিয়ে নেতা–কর্মীরা আসছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরাও অবস্থান করছেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন মো. হুমায়ুন কবির। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে এ সমাবেশ করছে ক্ষমতাসীন দল।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.