Site icon Daily Dhaka Press

ডেসকো’র ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ডেসকো বোর্ডর চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ যেখানে এসে উপস্থিত হয়েছি তা সম্ভব ছিল না। ডেসকোর সিস্টেম লস ৫.৬২ যা বিতরণ কোম্পানিগুলোর মধ্যে সর্বনিম্ন।

এছাড়া রুপকল্প ২০৪১ এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা লক্ষ্য পূরণের জন্য বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করে চলেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পরও ডেসকো শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিতে পারায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর মধ্যে ডেসকো একমাত্র কোম্পানি যারা সম্পূর্ণ অটোমেশনে প্রস্তুত যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। ‘উন্নয়নের অন্যতম উপাদান বিদ্যুৎ সরকারের অগ্রাধিকারভুক্ত খাত। তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দক্ষতার সাথে গ্রাহকসেবা প্রদানের উদ্দেশ্যে ডেসকো বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, বিতরণ সামর্থ্য বৃদ্ধি, গ্রিড ও বিতরণ উপকেন্দ্র নির্মাণ, ভূ-গর্ভস্থ গ্রিড নেটওয়ার্ক নির্মাণ, বৈদ্যুতিক লাইন ও যন্ত্রপাতির আধুনিকায়ন ও উন্নয়ন সাধন, মিটারিং পদ্ধতির আধুনিকায়ন, স্ক্যাডা সিস্টেম স্থাপন, জিআইএস এপ্লিকেশন প্রবর্তন, নিজস্ব ডেটা বেইজ সেন্টার স্থাপন ইত্যাদি উল্লেখযোগ্য প্রকল্প।

বিদ্যুৎ অর্থনীতির প্রাণশক্তি। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মসূচীর ফলে বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট পরিমানে বৃদ্ধি পেয়েছে । সেই সাথে উন্নত ও আধুনিক করা হচ্ছে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা। শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে “স্বাধীনতা পুরষ্কার” প্রদান করা হয়েছে। এই সফলতার অংশীদার হিসাবে ডেসকো গর্বিত।’

শনিবার (২৭ জানুয়ারি ২০২৪) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ২৭ তম বার্ষিক সাধারণ সভা মিরপুরস্থ ডেসকো’র স্ক্যাডা সেন্টারে সকাল ১০ঃ০০টায় অনুষ্ঠিত হয়। ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাওসার আমীর আলী শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ডেসকো’র পরিচালনা পর্ষদের সদস্য ও ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, পরিচালনা পর্ষদের সদস্যগণ, ডেসকো’র নির্বাহী পরিচালকগণ, প্রধান প্রকৌশলীবৃন্দ ও উর্ধ্বতন কর্মকতাগণ।

ভার্চুয়্যালি যুক্ত ছিলেন ডেসকো’র সম্মানিত শেয়ার হোল্ডারগণ। সভায় ডেসকো’র বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কোম্পানি সচিব (অ:দা:) মোহাম্মদ রাশেদুল হক শামছী।

Exit mobile version