ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা’ শীর্ষক দু’টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সভাকক্ষে ই-গভার্ন্যাস ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অপরদিকে দুপুর ১২ টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে দ্বিতীয় কর্মশালায় প্রকৌশলী ও প্রযুক্তিভুক্ত ৫টি অনুষদের বিভাগসমূহের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও ফোকাল পয়েন্ট এপিএ চন্দন কুমার দাসের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।
স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক ও ইনোভেশন টিম এপিএ আহবায়ক অধ্যাপক ড. অরবিন্দ সাহা। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ইউজিসি’র অতিরিক্ত পরিচালক মোঃ শাহীন সিরাজ এবং ইউজিসি’র সিস্টেম ইঞ্জিনিয়ার ও ফোকাল পয়েন্ট ইনোভেশন দ্বিজেন্দ্র চন্দ্র দাস।
কর্মশালা দু’টির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি শিক্ষা ও গবেষণানির্ভর বাংলাদেশ পেয়েছি। আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত বাংলাদেশ গড়তে চাই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সুন্দর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির উন্নয়ন ঘটেছে। সময়কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও নতুন-নতুন উদ্ভাবনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পৌছাতে পারবো।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষাব্যাবস্থা চালু করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখিয়েছেন। এটি বাস্তবায়ন করতে হলে আমাদেরকে জ্ঞান, প্রযুক্তি, মানবিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.