চট্টগ্রাম ব্যুরো: প্রখ্যাত অলি-এ-কামেল, মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ এবং মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউসুলআজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হজরত সাহেব কেবলার ১১৮তম বার্ষিক ওরশ শরীফের পবিত্র চাহারম শরীফ (চার দিনের ফাতেহা) আজ ২৭ জানুয়ারী, শনিবার অছি-এ-গাউসুলআজম হজরত শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিদ্দার ও সাজ্জাদানশীন, আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী আলহাজ্ব ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় ভাবগাম্ভীর্যে সাথে উদযাপিত হয়েছে।
সকাল থেকে দুর-দুরান্ত হতে আশেক-ভক্ত-জায়েরীনরা ফালাহার সামগ্রীয় নিয়ে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে সমাবেত হতে থাকে এতে উপস্থিত ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মোন্তাজেম ও ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, তিনি সকল ভক্ত-জায়েরীনদের তীব্র শীতার্ততা উপেক্ষা করে উপস্থিত হয়েছেন সেজন্য কৃতাজ্ঞতা প্রকাশ করেন।
আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভান্ডারীর সহসভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ি খালেদ হোসেন খান মাসুক, আঞ্জুমানের যুগ্ম-সচিব নুরুল আলম চৌধুরী, মুহাম্মদ এনামুল হক চৌধুরী সেলিমসহ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ, সকল শাখা-দায়রার খাদেমানগণ এবং বিপুল সংখ্যক আশেকানে গাউছে মাইজভাণ্ডারীর সমাগমে মুখরিত উৎসবমুখর পরিবেশে ফল তবারুক ও আখেরী মোনাজাতের মাধ্যমে তবারুক বিতরণের পর সম্পন্ন হয়।