নিজস্ব সংবাদদাতা: আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে, মশাল প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান হলের ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক কমিটি সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স কমিটি , অধ্যাপক ড. অসীম সরকার, অধ্যাপক ড, মো. রাকিবুল ইসলান,অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব, ড. ফারজানা আহমেদ,শেখ জিনাত শারমিন, ড. সালমা আরজু ,জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, জনাব মো: হাবিবুর বহমান ও , জনাব মো. শাহজাহান আলী , সদস্য সচিব উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক শিক্ষক, শিক্ষার্থী গণ্যমান্য, ব্যক্তি কর্মকর্তা কর্মচারীও উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিষয়সমূহ ছিল-
১। ১০০ মিটার দৌড়
২। ২০০ মিটার দৌড়
৩। ৪০০ মিটার দৌড়
৪। ৮০০ মিটার দৌড়
৫। ১৫০০ মিটার সৌড়
৬। ১০০ x ৪ মিটার রিলে দৌড়
৭। ১১০ মিটার হার্ভেলস
৮। চাকতি নিক্ষেত
৯। বর্শা নিক্ষেপ
১০। গোলক নিক্ষেপ
১১। উচ্চ লক্ষ
১২। দীর্য লক্ষ
১৩। বাক-বাশ-ঝাপ
১৪। যেমন খুশি তেমন সাজো: উন্মুক্ত
১৫। স্বেচ্ছাসেবকদের দৌড়
১৬। কর্মকর্তাদের দৌড
১৭। তৃতীয় শ্রোণি কর্মচারীদের দৌড
১৮। কারিগরি কর্মচারীদের দৌড়
১৯। চতুর্থ শ্রোণি কর্মচারীদের দৌড়
২০। ডাইনিং হল ও ক্যান্ডিন কর্মচারীদেয় দৌড়।
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।