Site icon Daily Dhaka Press

জাল টাকাসহ এক ডজন মামলার আসামী গ্রেফতার

এম,এ রাশেদ : বগুড়ার কাহালুতে ১ হাজার টাকার একটি জাল নোট সহ মো. রাসেল মন্ডল (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে। রাসেল দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া গ্রামের মৃত আশরাফ আলী মন্ডলের পুত্র।

পুলিশ জানান, গত রোববার রাত সাড়ে ১০ টার দিকে পাঁচপীর মাজারে বার্ষিক ওরশ মাহফিলের পাশে বসানো মেলায় জাল টাকা দিয়ে জিনিসপত্র ক্রয় করতে গেলে জনতা তাকে হাতে নাতে ধরে ফেলে।

পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, আমাদের এখানে জাল টাকার মামলা ছাড়াও রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও মোট ১১ টি মামলা রয়েছে।

Exit mobile version