কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পরিচালক (যুগ্ম সচিব) মোঃ ওয়াহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাসুমা আক্তার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ। মেলায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।