Site icon Daily Dhaka Press

সরাইলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. রুবেল মিয়া : 
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল অন্নাদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এক বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১জানুয়ারি) সকালে উক্ত স্কুলের খেলার মাঠে এ ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সরাইল অন্নাদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উক্ত স্কুলের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, সাবেক সহকারী প্রধান শিক্ষক আলী আরমান খান প্রমুখ।এছাড়াও সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

খেলাটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক জাকির হোসেন সরকার ও হাদিস মিয়া। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।।

Exit mobile version