মেহেরপুর: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের অর্থ পরিচালক ও সফল নারী উদ্যোক্তা নিলুফার ইয়াসমিন রুপার উদ্যোগে মেহেরপুরে আজ (৩১ জানুয়ারি) অসচ্ছল ও শীতার্ত মানুষের মাঝে দুই শত কম্বল বিতরণ করা হয়েছে।
রুপা বলেন, সারাদেশ ও নিজ জেলা মেহেরপুরে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি। নারীদের অসহায়ত্ব এবং অসুবিধা গুলো খুব কাছ থেকে দেখেছি। যে কারণে আমার কাছে আশা বেশিরভাগ সুবিধাভুগী মানুষগুলোর মধ্যে নারীর সংখ্যাই বেশি।
আমার নিজ অর্থায়নে বিভিন্ন সময় সাধ্যমত চেষ্টা করি এ সকল অসহায় মানুষগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করতে। শুধুমাত্র মাত্র এ সকল মানুষের ক্ষেত্রেই নয় বরং স্কুল মাদ্রাসা এতিমখানাতেও আমি শিশুদের শীত বস্ত্র দিয়েছি। আমি সবার মঙ্গলে কাজ করতে চাই। এ কথা বলে সবার কাছ থেকে দোয়া চান এই নারী উদ্যোক্তা নিলুফার ইয়াসমিন রুপা।
রুপার এমন সব মহতি উদ্যোগে খুশি সুবিধাভোগী মানুষগুলো, তার কাছ থেকে সহযোগিতা পেয়ে মাথায় হাত দিয়ে দোয়াও করেন ওই সকল সুবিধাভুগী নারীরা। শীতবস্ত্র বিতরণ করতে সার্বিক সহযোগিতা করেন সবুজ আন্দোলন মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ৩১ জানুয়ারি, ২০২৪