
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে ১৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) করিমগঞ্জ উপজেলার কান্দাইল কামারাটিয়া এলাকার অভিযান পরিচালনা করে একশত পঞ্চাশ পিস ইয়াবা নগদ ছয় হাজার পঞ্চাশ টাকা সহ মোঃ নাজমুল মিয়া (২৮), পিতা নজরুল ইসলাম কে আটক করে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদে ভিওিতে অভিযান পরিচালনা করে একশত পঞ্চাশ পিস ইয়াবা নগদ ছয় হাজার টাকা সহ তাকে আটক করে।
তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।