নিজস্ব সংবাদদাতা: আজ ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৪, রাজধানীর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান প্রকল্প (আইসিবিসি) শুভ উদ্ভোধন করলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সীমি হোসেন (রিমি) এমপি, প্রকল্পের গুরুত্ব ও অবকাঠামো দিকনির্দেশনা মূলক বক্তব্য সহ প্যারেন্টসদের মতবিনিময় সভা সহ দুটি পর্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন শিশু শিক্ষা প্রয়োজনে, শিশুর বিকাশ প্রয়োজনে, স্বাস্থ্য সেবা প্রয়োজনে, পুষ্টি প্রয়োজন, নিরাপত্তা প্রয়োজনে সবাইকে সমন্বয়তার মাধ্যমে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
মিসেস এশা হোসেন, কান্ট্রি ডিরেক্টর, সিনারগোস বাংলাদেশ ইন্টিগ্রেটেড চাইল্ড কেয়ার সাপোর্ট ব্রিজিং লিডারশিপের উপর একটি উদযাপনমূলক বক্তৃতা করেন জনাব আনজির লিটন, মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমী।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমীর শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল মনমুগ্ধকর।
আইসিবিসি প্রকল্পের সমন্বিত নকশা প্রবর্তন, ক্রস-সেক্টরের তাৎপর্য এবং মাল্টিস্টেকহোল্ডার সমন্বয় ক্রস-সেক্টরের তাৎপর্য এবং মাল্টিস্টেকহোল্ডার সমন্বয় ও সহযোগিতা বক্তব্যে ফেরদৌসী বেগম, যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রকল্প পরিচালক, আইসিবিসি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমী
বিশেষ অতিথির বক্তব্যে মিসেস পেগি দুলানি, প্রতিষ্ঠাতা এবং চেয়ার, সিনারগোস গ্লোবাল ব্রিজিং লিডারশিপ ইনিশিয়েটিভের উদ্বোধন করেন প্রধান অতিথি মিসেস সিমিন হোসেন (রিমি) এমপি,প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সভাপতির বক্তৃতায় নাজমা মোবারেক, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সিনারগোস গ্লোবালের সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর চং-লিম লি দ্বারা পরিচালিত শিশুদের জীবনকে উন্নত করার জন্য উন্নত ক্রস-সেক্টর এবং মাল্টিস্টেকহোল্ডার সহযোগিতার বিষয়ে প্যানেল আলোচনায় সরকার, উন্নয়ন অংশীদার এবং প্রযুক্তিগত অংশীদারদের প্যানেলিস্ট: জনাব মোঃ মহিবুজ্জামান, অতিরিক্ত সচিব (শিশু ও সমন্বয়) MOWCA মিঃ স্টিভ উইলস, আন্তর্জাতিক প্রোগ্রামের প্রধান, রয়্যাল ন্যাশনাল লাইফবোেট ইনস্টিটিউট ড. ইরুম মারিয়াম, নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউশন অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট আমিনুর রহমান, উপ-নির্বাহী পরিচালক, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এ গবেষণা, বাংলাদেশ ড. মনজুর আহমেদ, চেয়ারপারসন, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক ডাঃ মুনির আহমেদ, কান্ট্রি ডিরেক্টর, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিভাজন জুড়ে বিশ্বাস গড়ে তোলা: ব্রিজ লিডারশিপের বিশ্বব্যাপী অভিজ্ঞতা শোনা মিসেস ক্যামিল ম্যাসি, প্রেসিডেন্ট, এবং সিইও, সিনারগোস গ্লোবাল মিসেস পেগি দুলানি, প্রতিষ্ঠাতা এবং চেয়ার, সিনারগোস গ্লোবাল বক্তব্য রাখেন।