রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করায় দুইটি ইটভাটা বন্ধ করে দেন উপজেলা প্রশাসন দীঘিনালা। এসময় দুইটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি পাহাড়ের বন উজার করে জ্বালানি হিসেবে ইট ভাটায় কাঠ নেয়ার সময় বোয়ালখালী বাজার এলাকা থেকে কাঠ বোঝাইকৃত একটি চাঁদের গাড়ি জব্দ করে দীঘিনালা বনবিভাগ (নাড়াইছড়ি রেঞ্জ)।
হাইকোর্টের আদেশ ও জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ভাটার কার্যক্রম পরিচালনা করায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পুলিন হেডম্যান পাড়ার এডিবি ও মধ্য বোয়ালখালী এলাকার ফোর বিএম ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন দীঘিনালা।
পাশাপাশি এডিবি ইট ভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা ও ফোর বিএম কতৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই দিনে উপজেলার বোয়ালখালী এলাকায় পরিচালিত লাইসেন্স বিহীন একটি করাতকল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবং এক মাসের মধ্যে লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়। অন্যদিকে অবৈধভাবে পাহাড়ের বন উজার করে জ্বালানি হিসেবে ইট ভাটায় কাঠ নেয়ার সময় বোয়ালখালী বাজার এলাকা থেকে কাঠ বোঝাইকৃত চাঁদের গাড়ি জব্দ করে দীঘিনালা বনবিভাগ (নাড়াইছড়ি রেঞ্জ)
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.