Site icon Daily Dhaka Press

ভৈরবে ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ আটক ২

রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:  ভৈরবে ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ট্রাক থেকে ২শ বস্তা ( ১ হাজার ) ২ জন কে আটক করেছে র‌্যাব-১৪ ।

আটককৃতরা হলো যশোরের চাচঁড়া গ্রামের মোঃ মোবারক শেখের ছেলে ট্রাক চালক রাজু শেখ (৩৮) সহকারী চালক একই জেলার শেখহাটি ( আদর্শপাড়া ) গ্রামের আছালত মন্ডলের ছেলে আল আমিন (২৫) ।

এ বিষয়ে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোঃ ফাহিম ফয়সাল প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত চিনিগুলো সিলেটের জকিগঞ্জ থেকে যশোরে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাটালমোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে শুল্ক ফাকিঁ দেওয়া ও ভারতীয় পণ্য আমদানী আইনে ভৈরব থানা মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version