Site icon Daily Dhaka Press

কিশোরগঞ্জে অ্যাটলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজিবুল হক সিদ্দিকী , কিশোরগঞ্জ: জেলায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকছুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জেড.এ সাহাদাত হোসেন, মোঃ শফিকুর রহমান কাজল, সদস্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, এ, কে, এম ফারুক, সহ সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশন, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ মুজিবুর রহমান বেলাল।

প্রতিযোগিতায় ০৬ টি প্রতিষ্ঠান এবং ৩ টি ক্লাবের ৯৫জন প্রতিযোগীতায় বালক ও বালিকা অংশগ্রহণ করে।খেলা পরিচালনা করেন ছিলেন এম আব্দুল্লাহ, রিপেল হাসান, হুমায়ুন কবির ওমি, রুহল আমিন, জব্বার , আজহার।অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Exit mobile version