এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ শুক্রবার সকাল ১০ টা ৪০মিনিটে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (স্কুল শাখা) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থী আনোয়ার হোসেন (২৮) পিতা মৃত-আকবর আলী, সাং-সাজাপুর থানা-শাজাহানপুর, ২/মোঃ আসাদুজ্জামান পিতা আকবর আলী সাং-জোরগাছা, থানা-সোনাতলা, ৩/মোঃ জাকিরুল ইসলাম (৩০) পিতা আছিম আলী, সাং-কুড়াহার থানা- দুপচাচিয়া, ৩ জনই বগুড়ার।পরীক্ষার্থীরা মোবাইল ও কানে ছোট ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় তাদের আচার-আচরণ সন্দেহ জনক হয়। এ সময় কক্ষ পরিদর্শক আবু সুফিয়ান, শিক্ষক ,মাধ্যমিক শাখা বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ তাদেরকে আটক করে।
তাদেরকে কর্তব্যরত এডিসি শিক্ষা ও আইসিটি সাহেবের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ১ ও ২ প্রার্থীর কানে ও হাতে ডিভাইস, ৩ নং প্রার্থীর হাতে পরিহিত পোশাকের ভিতর মোবাইল পাওয়া তাদেরকে এডিসির নির্দেশে আটক করেছে পুলিশ।