Site icon Daily Dhaka Press

জাবিতে ছাত্রলীগ সম্পাদককে ক্যাম্পাস ছাড়া করতে কালো পতাকা মিছিল

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের অবাঞ্চিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাস ছাড়া করতে কালো পতাকা মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকা থেকে মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বিভিন্ন হলের প্রায় তিন শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে নেতাকর্মীদের “দফা এক দাবি এক, সন্ত্রাসী লিটনের পদত্যাগ, হই হই রই লিটন তুই গেলি কই, লিটনের চামড়া তুলে নিব আমরা, ওভার রেটেড সম্পাদক মানি না মানবো না, ভূমিদস্যু সম্পাদকে মানি না মানবো না, লিটনের গালে গালে জুতা মারো তালে তালে” স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নেতাকর্মীদের সাথে খারাপ আচরণের প্রেক্ষিতে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি।

কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি তা যথাযথভাবে পালন করতে পারেনি। লিটন জুলুম, নিপিড়ন ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে দায়িত্বে অবহেলা করে ছাত্রলীগকে কলঙ্কিত করেছে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্র থেকে তদন্ত চলাকালীন অবস্থায়, গত ৩১ জানুয়ারি প্রহসনের নামে সিনিয়র নেতাকর্মীদের সাথে সমন্বয় না করে তিনি যে হল কমিটি গঠন করেছেন, সেখানে ত্যাগীদের বঞ্চিত করে বিবাহিত, অছাত্র, বহিষ্কৃত এবং ক্যাম্পাসে যাদের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই হল কমিটি গঠন করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং তার পদত্যাগ দাবি করছি।

আজকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি প্রমান করে হাবিবুর রহমান লিটনের পদত্যাগের কোন বিকল্প নেই।’

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন মাহবুব ও আরাফাত ইসলাম বিজয়, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল ও ফয়সাল খান রকি এবং অর্থ-সম্পাদক তৌহিদুল আলম তাকিদ প্রমুখ।

এর আগে, গত ২৩ জানুয়ারি জমি দখল, নেতাকর্মীর সঙ্গে অশোভন আচরণসহ বিভিন্ন অভিযোগে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তারই অনুসারীরা।

উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি তদন্তের লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে আগামী ১০ দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে তদন্তরিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া।

Exit mobile version