
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫১০ গ্রাম গাঁজা নগদ দশহাজার টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মো. বাচ্চু মিয়া (৪২) উপজেলার কোদালিয়া গ্রামের মৃত জাফর আলী ছেলে।
পাকুন্দিয়া থানার এসআই মোঃ জামিল হোসেন জানান বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পাকুন্দিয়ায় ৫১০ গ্রাম গাঁজা নগদ দশহাজার টাকাসহ তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।