Site icon Daily Dhaka Press

পঞ্চগড়ে  আবারও সর্বনিম্ন তাপমাত্রা

a

পঞ্চগড় : পঞ্চগড়ে দুই দিনের ব্যবধানে তাপমাত্রা আবারও কমে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস ঘরে নেমে গেছে। হিমশীতল বাতাস ও কনকনে শীতে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। এ জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে একই তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ ঢাকা মেইলকে নিশ্চিত করেন।

উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসের সঙ্গে থাকা কুয়াশায় শীতে কাবু হয়ে পড়ছে উত্তরের এই জনপদের মানুষ। সকাল বেলা সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়াতে পারেনি।

শীতের দাপট বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কনকনে শীত অনুভূত হওয়ায় কাজে বেঘাত ঘটছে খেটে খাওয়া মানুষের। সকালবেলা ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়া মানুষ গরম কাপড় পরে বের হচ্ছেন। পাশাপাশি অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে, সন্ধ্যার পর থেকে উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয় হিমেল বাতাস আর হালকা কুয়াশা। এতে অনুভূত হতে থাকে কনকনে শীত। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডার কারণে স্থবিরতা দেখা দেয় জনজীবনে।

তবে জীবিকার তাগিদে সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। সীমাহীন কষ্টে রয়েছেন রিকশাভ্যানচালক ও কৃষি শ্রমিকরা। কনকনে শীতের কারণে দৈনন্দিন আয় কমে গেছে এসব শ্রমজীবী মানুষের।

অন্যদিকে, তীব্র ঠান্ডার কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ জানান, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গত দুইদিন তাপমাত্রা বৃদ্ধির পর আজকে আবারও কমে গেছে। ফেব্রুয়ারি মাসজুড়ে এই এলাকায় একই রকম আবহাওয়া থাকতে পারে বলে জানান তিনি।

ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৩ ফেব্রুয়ারি, ২০২৪

Exit mobile version