রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের গাইটাল আইডিয়াল হাইস্কুলে পিঠা উৎসব, নবীন বরণ, পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিদ্যালয়ের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক সহকারী শিক্ষক আশরাফুল আলম, ও জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবে স্কুলের শিক্ষার্থীদের হাতের তৈরী বিভিন্ন ধরণের মুখরোচক পিঠা নিয়ে প্রদর্শন করা হয়।
পিঠা উৎসবে বিদ্যালয়ের মোট ৩০ টি স্টলের মাধ্যমে বাহারি স্বাদের পিঠা দিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আসা অতিথিরা কাঁঠাল পিঠা, পুলি পিঠা (ঝাল), সুচি পিঠা (ডিম), বিবিখানা পিঠা, মোর্শেদা পিঠা, চিতই পিঠা (ভেজা), ভাপা পিঠা, পাটিসাপটা, পোয়া পিঠা, মেরু পিঠা (মিষ্টি), চুই পিঠা-ডাবের পুডিং, ছড়া পিঠা, মিষ্টি বাখরখানি, সিদ্ধ পুলি পিঠা, খেজুরের রসের পিঠা, মুগ ডালের পিঠা, মাংসের পিঠা, ইলিশ মাছের পিঠা, চিতই পিঠা, মেরা পিঠা, ডাবের পিঠা, চাপটি পিঠা, নকশি পিঠা, দুধ কলি, চটপটি, তেলের পিঠা, মাল পিঠা, ফুচকা, বাখরখানি, লুচি, ছিট রুটি, গরুর মাংস, হাঁসের মাংস, ক্রাম চপ, টাকি পুরি/মুরগি পুরিসহ শতাধিক পিঠার স্বাদ নেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের ছাএ ছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।