Site icon Daily Dhaka Press

গুইমারায় ইয়াবা সেবন কালে আটক ৪

রায়হান আহমেদ,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ইয়াবাসহ চার যুবককে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

শনিবার (২ ফেব্রুয়ারি ) সকাল আটটার দিকে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে শ্রমিক থাকার একচালা টিনের ছাউনীর ঘরে মাদক সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে এসআই(নিঃ) জহিরুল ইসলাম ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালালে চারজনকে ১৪পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটকৃতরা হলো, সুমন ত্রিপুরা(২৭) পিতা- যুবরাজ ত্রিপুরা, মোঃ নবী হোসেন(২২) পিতা- হাকীম ফারাজী, মোঃ ইসলাম উদ্দিন(৩৮) পিতা- দেলোয়ার হোসেন ও মোঃ বেল্লাল হোসেন(৩২) পিতা- আঃ গফুর।

গুইমারা থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গুইমারা থানা এরিয়ায় কোনো প্রকার মাদক সেবন ও ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না, সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও তিনি দেশের প্রত্যেকটি নাগরিককে আইন মেনে চলার অনুরোধ করেন।

Exit mobile version