নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে মজুদ করা প্লাস্টিক পাইপে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার বিকেলে বিআইডব্লিউটিএ’র গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে দুপুর নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, দুপুরে বিআইডব্লিউটিএ’র গুদামে আগুনের খবর পাওয়া যায়। পরে আমাদের নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.