সিলেট অফিস: শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় চন্ডিপুলে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জুয়েল আহমদকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের ব্যবস্থাপনায় দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে তাকে দেয়া বিশাল সংবর্ধনার জবাবে তিনি বলেন, এলাকাবাসীর সমর্থন পেলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবার ঘোষণা দেন তিনি।
তিনি বলেন,আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে আজ যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ। আগামীতেও আপনাদের সন্তান হিসেবে আমি এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই। আমি একজন সাধারণ কর্মী হিসেবে দীর্ঘদিন থেকে সাধ্য অনুযায়ী দক্ষিণ সুরমার উন্নয়নে কাজ করে যাচ্ছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’
ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপুর পরিচালনায় অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ মেম্বার, যুব নেতা ফারুক আহমদ সুমন, যুব সংগঠক জয়ন্ত গোস্বামী, যুবনেতা আনছার আহমদ, সাবেক মেম্বার সিরাজ আহমদ মেম্বার, ফজির আলী মেম্বার, যুবনেতা আব্দুল হোসেন, শ্রমিক নেতা আজিজুর রহমান, ফারুক আহমদ, খালেদ আহমদ, জুবায়ের আহমদ শামিম, ফয়ছল আহমদ, মামুন আহমদ, মোজাহিদ আহমদ, নিজাম উদ্দিন, পারভেজ আহমদ সহ বিভিন্ন ইউনিয়নের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন সহ সুশীল সমাজের গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
এরআগে মোটরসাইকেল শোভাযাত্রা সহ মোহাম্মদ জুয়েল আহমদকে ওসমানী বিমানবন্দর থেকে স্থানীয় চন্ডিপুলে নিয়ে আসা হয় এবং সংবর্ধনা অনুষ্ঠান শেষে তার নিজ বাড়ী ফরিদপুর হামদু মিয়া সরকার বাড়িতে পৌছে দেওয়া হয়।