রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে জনসম্মুখে মাদকদ্রব্য সেবনের অপরাধে এক উপজাতি ব্যাক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে (০৩) তিন মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান।
গতকাল (২ জানুয়ারি) শুক্রবার দুপুরের দিকে উপজেলার মুক্তিযোদ্ধা জাদুঘর এলাকায় সুমন্ত ত্রিপুরা (৩৭) নামের এক ব্যক্তি গাঁজা সেবন করলে তাকে হাতেনাতে আটক করে পুলিশ। সে উপজেলার লোগাং ইউপির সিন্ধু কুমার কার্বারি পাড়ার সিন্ধু কুমার ত্রিপুরার সন্তান।
এসময় জনসম্মুখে মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে এই সাজা প্রদান করা হয়। পানছড়ি থানার ওসি শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রায়হান আহমেদ ,খাগড়াছড়ি ফোন: ০১৫৫৬৬২০৪০১