ঢাবি প্রতিবেদক : জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৪ পেলেন কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান কাজল বন্দ্যোপাধ্যায়। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত জাতীয় কবিতা উৎসবের ৩৬তম আসরে পুরস্কারপ্রাপ্ত কবি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে যে দুই বছর কবিতা উৎসব ও পুরস্কার দেওয়া বন্ধ ছিল, সেই দুই বছরের পুরস্কার পেয়েছেন কবি অসীম সাহা ও রুবি রহমান।
শুক্রবার (০২.০২.২০২৪) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ৩৬তম জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে এই তিনজনের নাম ঘোষণা করেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত৷ এবারের উৎসবের আহ্বায়ক কবি শিহাব সরকার ও সভাপতিমণ্ডলীর সদস্য কবি আসলাম সানী এ সময় তাঁর সঙ্গে ছিলেন। রাত নয়টায় কবিতার গানের মধ্য দিয়ে কবিতা উৎসবের পর্দা নেমেছিল৷
পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন, প্রতিবছর জাতীয় কবিতা উৎসবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কারপ্রাপ্ত কবির নাম ঘোষণা করা হয়। ২০২১ ও ২০২২ সালে করোনা পরিস্থিতির কারণে দুই বছর উৎসব আয়োজন করা সম্ভব হয়নি, পুরস্কারও দেওয়া যায়নি। কবিতা পরিষদ পুরস্কারের জন্য প্রতিবছর যাঁর নাম ঘোষণা করা হয়, পরের বছর তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তারিক সুজাত জানান, ২০২২ সালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি রুবি রহমান, ২০২৩ সালের জন্য কবি অসীম সাহা আর ২০২৪ সালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায়।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কবি কাজল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই পুরস্কার দেশের কবিদের জন্য সর্বোচ্চ পুরস্কার বলে আমি মনে করি। এই মুহূর্তে যথাযথ আবেগ-অনুভূতি প্রকাশের পর্যাপ্ত ভাষা আমার নেই। দেশে অনেক পুরস্কার আছে। অনেক পুরস্কারই সম্মান-মর্যাদার। কিন্তু আমরা মনে করি, জাতীয় কবিতা পরিষদের তরফ থেকে এই পুরস্কার খুব মর্যাদা, আনন্দ ও তৃপ্তির। দেশে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় এই সংগঠনের ভূমিকা রয়েছে।’
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.