রাজিব রায়হান, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তালা কেটে হলের কয়েকটি রুম দখলের অভিযোগ উঠেছে। তিনি রসায়ন বিভাগের বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে হলের 'এ' ব্লকের ৪৪৬ নম্বর রুমের তালা কাটতে নিজ বিভাগের কয়েকজন জুনিয়রকে পাঠান দেলোয়ার।
তবে তালা অর্ধেক কাটার পর প্রাধ্যক্ষের ফোন পেলে চলে যান তারা। এর আগেও তালা কেটে হলের 'এ' ব্লকের ২৩৩ এবং ২৬৩ নম্বর কক্ষসহ অনেকগুলো কক্ষ দখল করেন দেলোয়ার।
হল সূত্রে জানা যায়, দেলেয়ারের ছাত্রত্ব শেষ হলেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের ছত্রছায়ায় হলে অবস্থান করছেন তিনি। হলে দীর্ঘদিন ধরেই এমন কাজ করে আসছেন।
নিজের বিভাগের জুনিয়রদের হলে সিট দিতে বৈধ শিক্ষার্থীদের রুম দখল করেন তিনি। এতে হলের আবাসিক বৈশিষ্ট্য নষ্ট হয়েছে। এছাড়া মালামালের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন শিক্ষার্থীরা।
তবে অভিযোগ অস্বীকার করে মো. দেলোয়ার হোসেন বলেন, 'এই বিষয়ে অবগত নই, আমি ঢাকায় আছি। এছাড়া আমি কাউকে তালা কাটতে পাঠাইনি। আমি কাউকে তালা কাটতে পাঠিয়েছি এসব ভিত্তিহীন।' এর আগে যেসব রুমের তালা কাটা হয়েছে সেগুলোর বিষয়ে তিনি বলেন, 'ওই রুমগুলোতে এখন জুনিয়ররা থাকতেছে।'
এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম বলেন, 'হলে তালা কাটার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সমাধান করে দিয়েছি। তবে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি।'
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.